বাংলাদেশ স্কাউটসের আয়োজনে সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অনুষ্ঠিত জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (৭ম কমডেকা) করতোয়া সাব ক্যাম্পে কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপ তাঁবু কলা পরিদর্শন রিপোর্ট অনুযায়ী গৌরব পতাকা পায়।
গৌরব পতাকা প্রদান করেন সাব ক্যাম্প চিফ বাংলাদেশ স্কাউটস লিডার ট্রেইনার অধ্যাপক মো. আবু তাহের, সাব ক্যাম্প কর্মকর্তা লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা রোভার স্কাউট লিডার অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সহকারী রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ, রোভার নুর মাহিন পিএস, রোভার শাহাদাত হোসেন সাজিদ পিএস, সাদমান সাবাব, নুর হোসাইন শাওন পিএস, তাজওয়ার মুসায়েব তাশফিন পিএস, ইসমাইল হোসেন তারেক, মুন্নাফ আবেদীন ভুঁইয়া, আজনান সামিউল রাজিন।
এছাড়াও কমডেকায় কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার মেট মো. বাঁধন প্রোগ্রাম সচিবালয়ে স্বেচ্ছাসেবক হিসেবে ও কুমিল্লা অঞ্চলের সিডিভি স্টলে দায়িত্ব পালন করছেন মারুফ ভূঁইয়া।
জাতীয় কমডেকা সস্পর্কে জানতে চাইলে কমডেকার তথ্য সমন্বয়কারী কর্মকর্তা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন - কমডেকায় স্কাউটরা সমাজ উন্নয়নমূলক কাজের মাধ্যমে স্থানীয় জনগণের সাথে সম্পর্ক তৈরি করে থাকেন।
স্কাউটদের বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচি রয়েছে, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে স্কাউটদের ভূমিকা সম্পর্কে সচেতনতার কর্মসূচি রয়েছে ।
রোভারদের জন্য স্বাস্থ্য সচেতনতা ও ক্যারিয়ার গাইডেন্স সেমিনার রয়েছে।
প্রতিদিন রাতে গান, নাচ, নাটক ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলার স্থানীয় সংস্কৃতি তুলে ধরা হয়। জানা যায় কমডেকায় সমগ্র বাংলাদেশ থেকে ৩৪০ টি রোভার স্কাউট গ্রুপসহ প্রায় ৬ হাজার রোভার ও কর্মকর্তা রয়েছে।
কমডেকা আগামী ২৪ ফেব্রুয়ারি রাতে মহা তাঁবু জলসা অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে।
-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com