প্রতিনিধি।।
ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জে ভাঙচুরের জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ইউনিট। এছাড়া তারা শিক্ষা ক্যাডারের অন্যান্য দাবির প্রতিও সংহতি জানান। এই প্রেক্ষিতে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মকর্তারা মঙ্গবার দিনব্যাপি কর্মবিরতি পালন ও কালো ব্যাজ ধারণ করেন। কর্মবিরতির অংশ হিসেবে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন কর্মকর্তারা।
এসময় কর্মকর্তারা বলেন,শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনা শিক্ষাঙ্গনে ভয় ও অস্থিরতা সৃষ্টি করে, যা রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম, সচিব প্রফেসর খন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম, বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারিক মাহমুদ, উপ-পরিচালক(হিসাব ও নিরীক্ষা) মো. শাহজাহান, উপ-সচিব (প্রশাসন) মাছুম মিল্লাত মজুমদার,উপসচিব(একাডিমিক) মুহাম্মদ আবদুল কাদির, উপ-বিদ্যালয় পরিদর্শক মোাহাম্মদ আক্তার হোসেন ও মোাহাম্মদ গোলাম মহিউদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক(মাধ্যমিক) মো. কবির উদ্দিন আহমেদ, উপ-কলেজ পরিদর্শক ড. জাহাঙ্গীর মজুমদার,উপপরীক্ষা নিয়ন্ত্রক(উচ্চ মাধ্যামক) সালাহ ্উদ্দিন ও উপপরীক্ষা নিয়ন্ত্রক(সনদ) কাজী আপন তিবরানী।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com