প্রতিনিধি।।
কুমিল্লা নগরী ২২ নং ওয়ার্ডে উত্তর হিরাপুরে কুমিল্লা সিটি স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি, সনদ, নগদ অর্থ প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধাবার আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোঃ জহিরুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম রাসেল। অতিথিরা বলেন,যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত।তোমরা রীতিমতো ক্লাস করাতে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছো । আশা করি তোমরা একদিন এদেশের উজ্জ্বল নক্ষত্র হয়ে দেশের সুনাম বৃদ্ধি করবে।
অভিভাবকদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, পড়ালেখার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে উদ্বুদ্ধ করতে হবে। নিয়মিত আপনার সন্তানকে মসজিদে পাঠাতে হবে, তাহলে দেখবেন আপনার সন্তান একদিন চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ ফয়সাল কারীম, মহানগর এন সি পির যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সাবেক যুগ্ম সদস্য সচিব মোঃ মেহেদী হাসান নোমান ও শিক্ষক মোঃ নাছির উদ্দীন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com