আমোদ প্রতিবেদক :
গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১৭ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৩৮ জন ও করোনা উপসর্গ নিয়ে ৭৯ জন চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান। তিনি জানান, উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে মৃত, কুমিল্লার চান্দিনার ইউসুফ আলী (৪৯)। আইসিইউতে মারা যান কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ার নাবিল(২৮), কুমিল্লার দেবিদ্বারের তালতলা গ্রামের হাজী জব্বার (৮০),কুমিল্লা সদরের বলরামপুরের রিনা আক্তার (৫২) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুদু মিয়া (৬৪)।
প্রসঙ্গত, এপ্রিল থেকে এ পর্যন্ত এই হাসপাতালে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫৮ জন। এদের মধ্যে পজিটিভ ২৬ জন ও উপসর্গে মারা গেছেন ১৩২ জন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com