আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লা মেডিকেল কলেজ(কুমেক) হাসপাতালে বহিঃবিভাগের ১০ টাকার টিকেট ব্ল্যাকে ৫০ টাকা বিক্রির অভিযোগ উঠেছে। কালোবাজারি চক্র হাসপাতালের কর্মচারীদের যোগসাজশে দীর্ঘদিন এ কাজ করছে। হাসপাতাল পরিচালক বলছেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার সরেজমিনে দেখা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের যোগসাজশে রেজিষ্ট্রেশন নম্বরসহ টিকেট বিক্রি হতে দেখা গেছে। ব্ল্যাক টিকেটে রোগীর নামের ঘর খালি। দাম নিচ্ছে ৫০ টাকা।
সীমা বেগম নামে একজন রোগী অভিযোগ করেন, সাড়ে সকাল ৯ টায় লাইন ধরেও ১১টায় টিকেট সংগ্রহ করতে পারেননি। কেউ কেউ বাড়তি টাকা দিয়ে টিকেট নিয়ে যায়। এ জন্য লাইন সামনে যায় না।
অভিযোগের বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. মো. মহিউদ্দিন বলেন, টিকেট নিয়ে যে অভিযোগ আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। ডা. নিশাদসহ অভিযোগ কমিটির সদস্যরা আউট ডোর পরিদর্শন করেছেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com