প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২২, ৬:৪৮ অপরাহ্ণ
‘কুসিক নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা প্রচার-প্রচারণ করলে বহিস্কার’
আমোদ প্রতিনিধি।
দল নির্বাচনে যাবে না, বিষয়টা আগে ঘোষণা দেয়া হয়েছিলো। সেখানে দলের দু’জন নেতা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। তারা হলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। এই নির্বাচনে যদি তাদের পক্ষে কোন নেতাকর্মী প্রচার-প্রচারণা করে তাহলে তাদের বিরুদ্ধেও দল ব্যবস্থা গ্রহণ করবে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া এসব কথা বলেন।
এ সময় আবদুল কাদের ভূইয়া বলেন, এ সরকারের অধীনে বিএনপি কোন ধরনের নির্বাচনে যাবে না। গত দুইটি জাতীয় সংসদ নির্বাচন পুরো বিশে^র কাছে প্রশ্নবিদ্ধ ছিলো। হুদা কমিশন তার উদাহরণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জামির হোসেন, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক জেড এম হাসানবিন জামিল সোহাগ, দপ্তর সম্পাদকত মোঃ রফিকুল ইসলাম ,ক্রীড়া সম্পাদক এবিএম মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com