কুসিক মেয়র প্রার্থী সাক্কুর পোস্টার ছেঁড়া ও মাইক ভাংচুরের অভিযোগ 

আমোদ প্রতিনিধি।।
গভীর রাতে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। এছাড়া নগরীর ভাটপাড়া এলাকায় প্রচারের মাইকও ভাঙচুরের অভিযোগ উঠেছে। 
মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন,  গভীর রাতে হেলমেট পরিহিত কতিপয় দুষ্কৃতিকারী মোটরসাইকেল যোগে এসে নগরীর চকবাজার হতে কান্দিরপাড় এলাকায় দেয়াল ঘড়ি প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলে অন্য প্রতীকের পোস্টের ঝুলিয়ে দেয়। নগরীর ভাটপাড়া এলাকায় আমার প্রচারের মাইকও ভাঙচুর করেছে তারা। আমার মাইক ভাঙচুর করা অবস্থায় এক ছেলেকে ধরে পুলিশে দিয়েছে আমার লোকজন। পুলিশ আবার তাকে ছেড়ে দিয়েছে। আমি কাল সিইসি আসলে আবার  অভিযোগ দেব।
তিনি বলেন, আমি রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। তিনি আমাকে খবর নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, আমি পোস্টার ছেঁড়া ও মাইক ভাংচুরের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে খবর নিয়ে বলতে হবে। বিষয়টি স্পর্শকাতর তাই বিস্তারিত না জেনে কিছু বলা যাচ্ছেনা।