উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।
চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত যান জব্দ ও বিকল করা হয়। জরিমানা করা হয় ৩ জনকে।
রবিবার(৫ জানুয়ারি) সকাল থেকে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারোয়ার লিমার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে আলকরা যাওয়ার পথে শীলরী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ড্রাম ট্রাক জব্দ করা হয়। ড্রাম ট্রাকের চালক ও সহকারীর তথ্যমতে গিয়ে মাটিকাটা অবস্থায় একটি ভেকু ও ড্রাম ট্রাক পাওয়া যায়। সেখানে কাউকে না পেয়ে ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। লক্ষীপুর এলাকায় আরেকটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।
অভিযানে আটককৃতরা হলো ট্রাক চালক ফেনীর দাগন ভূইয়া হীরাপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে আমির হোসেন(৪০), চালকের সহকারী একই গ্রামের নবীন হোসেনের ছেলে মোশারফ (২৬), উপজেলা আলকরা ইউনিয়ন পদুয়া গ্রামের বেলাল হোসনের ছেলে গিয়াস উদ্দিন (২৭)। আটককৃতদেরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার(ভূমি) বলেন, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করেছে এবং একই আইনের বিধানে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে এই জরিমানা করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com