আবদুল্লাহ আল মারুফ।।
কুমিল্লা নগরীতে অনিয়মের দায়ে দুই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বৃহস্পতিবার ডায়াগনস্টিক সেন্টার দুটিকেই সিলগালা করা হয়। প্রতিষ্ঠান গুলো হচ্ছে নগরীর ঝাউতলায় অবস্থিত কেয়ার ওয়ান ডায়াগনস্টিক ও বাদুরতলায় এপসম মেডিকেল সার্ভিসেস। কেয়ার ওয়ানকে ৮০ হাজার ও এপসম মেডিকেল সার্ভিসেসকে ৭ হাজার জরিমানা করা হয়।
জানা গেছে, কেয়ার ওয়ান ডায়াগনস্টিক ও এপসম মেডিকেল সার্ভিসেস নামের প্রতিষ্ঠান দুটিতে গিয়ে পাওয়া যায়নি কোন চিকিৎসক। সি ক্যাটাগরির প্রতিষ্ঠান হয়েও বি ক্যাটাগরির বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করে আসছিল। এসব প্রতিষ্ঠানগুলোর ছিল না কোন লাইসেন্স।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মো. আবদুল কাইয়ুম ও মেহেদী হাসান।
মেডিক্যাল অফিসার আবদুল কাইয়ুম জানান, দুইটি প্রতিষ্ঠানের কোনটিরই লাইসেন্স ছিল না। এছাড়া সেবার মান অসন্তোষজনক হওয়ায় সিলগালা করা হয়। শর্ত পূরণ না করে এসব প্রতিষ্ঠান খুলতে পারবে না।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com