আমোদ ডেস্ক।।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ডিজি মহোদয় (স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ) পদত্যাগ করেছেন। নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী এটা জনপ্রশাসনে গেছে। জনপ্রশাসন সিদ্ধান্ত নেবে পরবর্তী পদক্ষেপ তারা কী নেবেন।
করোনা মোকাবিলায় ব্যর্থতাসহ সাম্প্রতিক সময়ে নানা কারণে সমালোচিত স্বাস্থ্য অধিদপ্তর। রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তিসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনায় দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের তীর ছিল স্বাস্থ্যের ডিজি আবুল কালাম আজাদের দিকে।
[caption id="attachment_1154" align="aligncenter" width="1015"] বিজ্ঞাপন[/caption]
এদিকে সমালোচনার মুখে থাকা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এদিকে, পদত্যাগ পত্র জমা দেয়ার পরই দিনই আজ বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য সচিব এম এ মান্নান অধিদপ্তরের নতুন মহাপরিচালকের নিয়োগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন।
তবে তার আগে স্বাস্থ্যের মহাপরিচালকের পদত্যাগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে গৃহীত হতে হবে বলেও জানান তিনি। নতুন ডিজি কে হবেন এ বিষয়ে আলোচনা চলছে। এখনই কিছু বলা যাবে না।
[caption id="attachment_1158" align="aligncenter" width="1019"] বিজ্ঞাপন[/caption]
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com