প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৩, ১০:২৪ অপরাহ্ণ
  কোন রাজনৈতিক দল যেন ফায়দা লুটার অপচেষ্টা না করে : শিক্ষামন্ত্রী  
  
    
    
    
চৌধুরী ইয়াসিন ইকরাম,  চাঁদপুর ।।
শিক্ষার্থীদের জীবন জিম্মি করে কোন রাজনৈতিক দল যেন ফায়দা লুটার অপচেষ্টা না করে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি শনিবার ( ২৯ জুলাই ) চাঁদপুর  দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, রাজনীতির মাঠে রাজনীতি থাকবে, রাজনীতি মানে অরাজকতা-ধ্বংসলীলা  নয়। নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে। এতে সব প্রশ্নের মীমাংসা করা সম্ভব।
এদিন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ৮২ জন সাংবাদিকদের মাঝে ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
 
    
    
         
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
        
        
             www.amodbd.com