প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২০, ৭:৪৯ অপরাহ্ণ
কোরবানির আগে গরু চুরির হিড়িক, আতঙ্কে গ্রামবাসী
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্,নবীনগর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়র ভৈরবনগর গ্রামে গরু চুরির হিড়িক, আতঙ্কে গ্রামবাসী।
এলাকাজুড়ে গরু চোরের উৎপাত বেড়েছে। এনিয়ে নির্ঘুম রাত পার করছে এলাকাবাসী। জানা গেছে, গত রাতে একাধিক বাড়ি থেকে ৮ টি ছোট-বড় গরু চুরির ঘটনা ঘটেছে। খোয়া যাওয়া গরু গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা।
রবিবার গভীর রাতে চোরেরা ভৈরবনগর গ্রামের মো: জিয়াউর রহমান মেম্বারের বাড়ির গোয়াল ঘর থেকে ১টি গরু, মুক্তার হোসেনের ২টি গরু, বাচ্ছু মিয়ার ৩ টি গরু , ফারুক মিয়ার ২ টি গরু চুরি করে নিয়ে যায়। এই চোর চক্রটি দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছে বলে জানান এলাকাবাসী। এভাবে গ্রামঞ্চলের খেটে খাওয়া দিন-মজুরের ঘরের গরু চুরি হওয়ার কারণে তারা অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এ নিয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com