ক্লাবের ৪৩বছর পূর্তিতে খেলোয়াড়দের মিলন মেলা

inside post

মোহাম্মদ শরীফ।
কুমিল্লায় ইলেভেন স্টার ক্লাবের ৪৩ বর্ষপূর্তি উপলক্ষে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের মিলন মেলা বসেছে। শুক্রবার (৭আগস্ট) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম হলরুমে মিলিত হন তারা। টি-শার্ট ক্যাপ পরে একে একে হলরুম জমায়েত হন তারা। এতে সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান সভাপতি বদরুল হুদা জেনু। আয়োজনে কুমিল্লার সোনালী দিনের ক্রিকেটের গৌরব ও ইতিহাসের কথা তুলে ধরেন আলোচকরা। ভবিষ্যতে কুমিল্লার ক্রিকেটসহ অন্যান্য খেলাকে এগিয়ে নিতে নানা পরামর্শ ও উদ্যোগ গ্রহণের পরিকল্পনা গ্রহণ করা হয়। ১৯৮২ সাল থেকে কুমিল্লায় খেলোয়াড় তৈরি ও টুর্নামেন্ট আয়োজনে ইলেভেন স্টার ক্লাবের গৌরবের ইতিহাস তুলে ধরা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ রানা চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা মোহামেডান ক্লাবের সভাপতি এয়ার আহমেদ সেলিম,জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক মনি, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিউরেটর বদিউল আলম খোকন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক কোচ এমদাদুল হক, ক্লাবের সহ-সভাপতি আতিকুর রহমান, অধ্যক্ষ শফিকুর রহমান, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো তারিকুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন