প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৯:২৮ পূর্বাহ্ণ
ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে পোনামাছ বিতরণ
প্রতিনিধি।।
কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে আদর্শ সদর উপজেলা কুমিল্লায় ১১টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষী ২১ জনের মাঝে ৫ শ ৭ কেজি কার্প জাতীয় পোনামাছ অবমুক্তকরণ তথা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোঃ আশফিকুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার ভূইয়া, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা, ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোঃ সারোয়ার আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপপরিচালক আল মামুন রাসেল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জেড এম মিজানুর রহমান, আদর্শ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঞা। এছাড়াও এ কার্যক্রমে সুফলভোগীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com