প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ণ
ক্ষুদে শিল্পী দুরন্তের কণ্ঠে সীমান্তের আধ্যাত্মিক গান “একূল ওকূল”
প্রাবন্ধিক ও গবেষক সীমান্ত আকরাম -এর লেখা "ধর নামাজ পড় কুরআন /জপো আল্লাহ নবীর নাম/ একূল ওকূল দু'কূলেতে/ মিলবে তোরই সম্মান" -এই শিরোনাম লেখা একটি আধ্যাত্মিক গানে কণ্ঠ দিয়েছে ভাইরাল ক্ষুদে শিল্পী দুরত্ব ইসলাম শ্রাবণ। । গানটির সুর করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার ওবায়দুল্লাহ তারেক। সংগীত আয়োজন করেছেন শিল্পী পূর্ণ মিলন। গানটি ইতোমধ্যে সম্পর্ক স্টুডিও থেকে শব্দ ধারণ এবং ভিডিও সম্পাদনা সম্পন্ন করা হয়েছে। দুরন্তের ইউটিউব চ্যানেল (Duranto Islam) থেকে গানটি রিলিজ করা হবে।
গান সম্পর্কে গীতিকার সীমান্ত আকরাম জানায়, জীবন-মরণের একটা অনুভূতি থেকে এই গানটি লেখা। গানটি দুরন্তের কণ্ঠ উপযোগী করে লিখা হয়েছে। গানটিতে দুনিয়া ও পরকালের একটি ইঙ্গিতবহ ম্যাসেজ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি গানটি শ্রোতা মহলের হৃদয়ে নাড়া দিবে।
শিল্পী দুরন্ত ইসলাম শ্রাবণ জানায়, এটি আমার ভালো লাগা একটি গান। গানের কথা ও সুরের সাথে মিল রেখে যথাসাধ্য গাওয়ার চেষ্টা করেছি। আমার আশা, যারা গানটি শুনবে তারা একটা উপলব্ধির জায়গা খুঁজে পাবে।
-প্রেস বিজ্ঞপ্তি।।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com