অফিস রিপোর্টার।।
কুমিল্লার বরুড়া উপজেলার খটকপুর। এই গ্রামের একটি বাড়িতে ১৫ জাতের আমের চাষ করা হয়েছে। ছোট গাছে বর্ণিল আম দেখতে গ্রামের মানুষ ভিড় করছেন। গ্রামের প্রবাসী খলিলুর রহমানের বাড়িতে এই সব আমের চাষ করা হয়। জাত গুলো হচ্ছে,আশ্বিনা,আম্রপালি,বারি-৪,ল্যাংড়া,ব্যানানা ম্যাঙ্গোসহ বিভিন্ন জাত।
ওই বাড়িতে গিয়ে দেখা যায়, দুই থেকে তিন হাত উচ্চতার গাছে ঝুলছে থোকায় থোকায় আম। আমের ভারে যেন গাছ ভেঙ্গে পড়ছে। সূর্যের আলো পড়ে আম গুলো বর্ণিল রঙ ধারণ করেছে। কিছু আমের ওজন এক কেজির কাছাকাছি। বাড়িতে ১৫টি জাতের শতাধিক গাছ রয়েছে। বিভিন্ন জাতের আম দেখতে মানুষ ভিড় জমাচ্ছেন।
প্রতিবেশী কামাল হোসেন বলেন, এরকম আম শহরের ফল দোকানে দেখেছি। এই এলাকায় এরকম আম আর চাষ হয়নি। এই বাড়িতে আমের ফলন ভালো হয়েছে। আম গুলো দেখতে সুন্দর লাগছে।
প্রবাসী খলিলুর রহমান বলেন, শখ করে বাড়িতে বিভিন্ন জাতের আম চাষ করেছি। আমের চারা বগুড়াসহ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করেছি। কৃষি বিভাগের পরামর্শে জৈব পদ্ধতিতে কীট দমন করেছি। নিজের বাড়িতে চাষ করা বিভিন্ন জাতের নিরাপদ আম পেয়ে ভালো লাগছে। এই সব আম খেতেও বেশ মিষ্টি।
স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুইয়া বলেন, খলিলুর রহমানের বাড়িতে কিছু খালি জমি পড়ে ছিলো। সেখানে আমসহ বিভিন্ন ফলের চাষের জন্য তাকে উদ্বুদ্ধ করি। তিনি ১৫জাতের আমসহ এখানে মাল্টা,করমচা,জামরুল,কমলা,পেয়ারাসহ বিভিন্ন ফলের গাছ লাগিয়েছেন। এবার প্রথম তার আমের ফলন এসেছে। আম গুলো খেতে বেশ সুস্বাদু। তার দেখাদেখি অন্য প্রতিবেশীরাও এই রকম আম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com