প্রতিনিধি।।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, দেশে ধীরে ধীরে কমছে আবাদি জমি। বাড়ছে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবাদি জমি রক্ষার বিকল্প নেই। আমাদেরকে ধান, সবজি, তেল ও ডালের উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ বাড়াতে হবে। একই সঙ্গে এক ফসল আবাদি জমিতে দুই ফসল এবং দুই ফসলি জমিতে তিন ও চার ফসলের চাষাবাদের মধ্য দিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
কুমিল্লা অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারণ ও শস্যবিন্যাসে অন্তভূক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার বিনা উপকেন্দ্র কুমিল্লা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উদ্যোগে বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে বিনা উদ্ভাবিত ধান, তেল ডাল, লেবু ও সরিষার উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহের সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে অন্তর্ভূক্তিকরণ বিষয়ে আলোচনা করেন কৃষিবিদরা।
কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) মোঃ আবীর হোসেন, বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা,উপ-সহকারী কর্মকর্তা ও কৃষকরা বক্তব্য রাখেন। এদিকে এদিন বিনার কার্যক্রমে নিবেদিত কৃষি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীকে সম্মাননা দেয়া হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com