স্টাফ রিপোর্টার।।
বি-পাড়া উপজেলার বালিনা-দুলালপুর রাস্তা। প্রায় ৩০ গ্রামের মানুষের প্রতিদিনের চলাচলের সড়ক এটি। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদরাসার শিক্ষার্থী-শিক্ষকদের চলাচলের একমাত্র ভরসা এই রাস্তাটি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগ ছিল চরমে। ভাঙাচুড়া ও গর্তপূর্ণ সড়কে কষ্ট করে চলাচল করলেও, এবার খালে পড়ে গেছে রাস্তাটির একাংশ। বালিনা সিনিয়র মাদরাসা হতে দক্ষিণাংশে তিনটি জায়গায় ভেঙে খালে ও পুকুরে পরে গেছে। যার ফলে এই এলাকার মানুষের যোগাযোগ ব্যহত হচ্ছে চরম ভাবে। এর আগে একাধিকবার সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে আসলেও, চোখ পড়েনি স্থানীয় নেতাদের। এলাকাবাসী বিভিন্ন ভাবে আবেদন করলেও, তা কানে তুলেননি কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় জানান, রাস্তাটি খারাপ হওয়া চলাচল করেন না এই উপজেলার ভাইস চেয়ারম্যান নিজেও। তার বাড়ি যাওয়ার প্রধান রাস্তা এটি হলেও, তিনি বাড়ি যান ৫ কিলোমিটার ঘুরে শিদলাই রাস্তা হয়ে। এই বিষয়ে জানতে উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজনের সাথে ফোন কল ও মেসেজে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তিনি উত্তর দেননি। বালিনা গ্রামের শিক্ষার্থী মো শরীফ জানান, 'এই রাস্তা দিয়ে আসার পথে আমাদের সাবেক একজন চেয়ারম্যান পুকুরে গাড়ি সহ পড়ে যান। আমরা তাকে টেনে তুলি। আগে কষ্ট করে গাড়ি নিয়ে চলাচল করা গেলেও, এখন হেঁটে যেতেও ভয় লাগে'।
এই দিকে রাস্তা পুকুরে ভেঙে পড়ার সংবাদে স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন ভূইয়া বাঁশ ও মাটি ফেলে সংস্কার করলেও, রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়নি। বি-পাড়া উপজেলা চেয়ারম্যান আবু জাহের জানান, ' রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থা। আমি নিজে ব্যক্তিগত খরচে কয়েকবার মেরামত করেছি। এই বিষয়ে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি'।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com