খাল-নদী-জলাভূমি সংরক্ষণ বিষয়ক জাতীয় কমিটি গঠন প্রসঙ্গে

।। মতিন সৈকত ।।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ নাতিশীতোষ্ণ এ অঞ্চলের জলবায়ু। আমাদের দেশ পৃথিবীর অন্যতম ভূস্বর্গ। নদী মাতৃক বাংলাদেশ।
হাওড়-বাওড়, জলাশয়- জলাভূমি, খাল-বিল, ডোবা-নালা, পুকুর-দিঘী পরিবেষ্টিত।  প্রাকৃতিক  মাছের অভয়াশ্রম। শস্য, শ্যামল, সুজলা, সুফলা বাংলাদেশ। প্রাকৃতিক  অভয়ারণ্য,  বণ্যপ্রাণী, পাখি-প্রকৃতি,জীববৈচিত্র্যের  নৈসর্গিক সৌন্দর্য ভরপুর এ দেশ। গান,কবিতা,গল্প-উপন্যাসে, শিল্পীর কণ্ঠে মহিমান্বিত বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে ঘনবসতি অধিক জনসংখ্যার বাংলাদেশ  এত সমৃদ্ধির পরেও আমরা আজ দেশি, বিদেশি ষড়যন্ত্রের কবলে শিকার। নিজেদের অজ্ঞতা, অসচেতনতা, খামখেয়ালিপনা ও  যাচ্ছেতাই ব্যবহারের ফলে আজকে আমাদের জন্মভূমি পরিবেশ দূষণে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে। মাটি, পানি, বায়ু দূষণে বাংলাদেশ চরম ক্ষতিগ্রস্থ।
বাংলাদেশের উজানে ফারাক্কা বাঁধসহ ৫৪টি অভিন্ন নদীতে ভারত বাঁধ দিয়ে আমাদের স্বাভাবিক পানির ধারাকে হত্যা করে ফেলছে।


জলবায়ুর বিরূপ প্রভাবে জনজীবন অতিষ্ঠ। ইতিমধ্যে মরুকরণ শুরু  হয়ে গেছে। খাল-নদীতে স্বাভাবিক পানি না থাকায় সমুদ্রের লবণাক্ত পানি সারা দেশে ছড়িয়ে পরছে। পানির স্তর নিচে নেমে গেছে। পানির অভাবে মাছ,  জলজ-প্রাণি-জীববৈচিত্র ফসলের মাঠে হাহাকার লেগে গেছে। নগরায়নের অশুভ প্রতিযোগিতা, রাস্তা, আবাসন, কলকারখানা, কর্মসংস্থানের প্রয়োজনে জলাভূমি বিলীন হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে ও পানি পাচ্ছেনা। সেচের পানির অভাবে কৃষি জমি হুমকির মুখে।
এমতাবস্থায় দেশের খাল-নদী জলাশয় সংরক্ষণে সকলের সম্মিলিত ঐক্যবদ্ধ সহযোগিতা অনিবার্য। দেশব্যাপী কাজ করার জন্য জাতীয়ভাবে একটি সংগঠন প্রয়োজন। এতে বিজ্ঞানী, গবেষক, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ, রাজনীতিক, প্রশাসক, রাষ্ট্র এবং সরকারের নীতিনির্ধারণী পর্ষদ, পরিবেশবাদীদের পাশাপাশি সকল পেশার স্বেচ্ছাসেবী এবং জনগণের সহযোগিতা প্রয়োজন। দেশপ্রেম, মেধা, শ্রম,অর্থ ব্যায় করে  দেশের জন্য কাজ করতে সরকার ও রাষ্ট্রকে খাল-নদী জলাভূমি  সংরক্ষণে  সহযোগিতা করতে  আগ্রহীদেরকে  আমন্ত্রণ।

লেখক:
জাতীয় পরিবেশ পদক এবং দুইবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত পরিবেশ সংগঠক।
আহবায়কঃ  খাল-নদী-জলাভূমি  সংরক্ষণ জাতীয় কমিটি।
Canal River Floodplain Conservation Society (CRFC Society)
মোবাইল ফোন: 01818-866522
matinsaikot 507@gmail.com