খাসির বদলে ভিন্ন মাংস বিক্রি, দোকানির জরিমানা 

মেসার্স লাজ ফার্মা‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা  

মোহাম্মদ শরীফ।
খাসির মাংস নেই দোকানে৷ তবুও সাইনবোর্ড টানিয়ে সেই দোকানে ১ হাজার ৫০ টাকা ধরে ছাগলের মাংস বিক্রি হচ্ছে খাসির মাংস বলে৷ কুমিল্লা ভোক্তা অধিকারের অভিযানে বেরিয়ে আসে এসব তথ্য। দেখা যায় রাজগঞ্জ বাজারের বিসমিল্লাহ খাসি হাউজ খাসির কথা বলে বিক্রি করছে ছাগলের মাংস। এমন প্রতারণায় দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কু‌মিল্লা নগরীর রাজগঞ্জ, রামঘাটলা ও কা‌ন্দিরপাড় এলাকার পোশা‌কের ব্রান্ড সপ, নিত‌্যপ‌ণ্যের বাজার, ফল ও ইফতা‌রি বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কম দা‌মে তরমুজ কি‌নে বে‌শি দা‌মে বিক্রি করায় মেসার্স শাহ আলম মিয়ার ফ‌লের আড়ত‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ইফতা‌রি‌তে অনু‌মোদনহীন উপাদান মেশা‌নোর অ‌ভি‌যো‌গে মেসার্স এম এন হো‌টেল‌কে ৪ হ‌াজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভিয‌া‌নে ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ‌মোট ৩ প্রতিষ্ঠান‌কে ৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়। কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম জানান, অন্যান্য তদারকির পাশাপাশি পোশা‌কের ব্রান্ড সপগু‌লো‌তে একা‌ধিক মূল‌্য ট‌্যাগ লা‌গি‌য়ে বি‌ক্রি করা হ‌চ্ছে কিনা, ক্রয় র‌শিদ সংরক্ষণ করা হ‌চ্ছে কিনা তদার‌কি করা হয়। ইফতা‌রি সামগ্রী‌তে অপদ্রব‌্য মেশানো হ‌চ্ছে কিনা যাচাই করা হয়। এছাড়া  মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রির অ‌ভি‌যো‌গে মোহাম্মদ ইয়া‌ছির আরাফাত নামের একজন ভোক্তার লি‌খিত অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে অ‌ভি‌যোগ প্রমা‌ণিত হওয়ায় ম‌নোহরপুর এলাকার মেসার্স লাজ ফার্মা‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভি‌যোগকারী প্রণোদনা হি‌সে‌বে ১২,৫০০ টাকা পান’।