প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২০, ৮:৪৩ অপরাহ্ণ
খুব কষ্ট — নিগার সুলতানা
খুব কষ্ট!
ক্ষয়ে যাওয়া পূর্ণিমার চাঁদ
কষ্টকে বুকে এঁকেছে কলঙ্করেখা রূপে
চাঁদোয়ার আড়ালে ঢাকা পড়েছে সে কষ্ট
কেউ দেখেনা তার কষ্টের রেখা।
খুব কষ্ট!
দুষ্টু হাওয়ায় ভেসে বেড়ানো আষাঢ়ের নীল মেঘমালা
কষ্টকে সইতে না পেরে
অঝোর কান্নায় ভেঙ্গে পড়েছে
কেউ বোঝেনা সে কান্নার অন্তরালের কথা।
খুব কষ্ট!
দৃঢ় মৌন পাহাড় কষ্টের ভারে
পাথরে পরিণত হয়েছে।
মাথা উঁচিয়ে পৃথিবীর বুকে যে দাঁড়িয়ে আছে
কেউ জানে না তার কষ্টের কথা।
খুব কষ্ট!
বিশাল জলরাশির অধিকারী সমুদ্র
তার সুগভীর বক্ষ বিদীর্ণ করে
কষ্টের বোঝা বয়ে নিয়ে
বালুকাতীরে সজোরে আছড়ে পড়ছে
কেউ রাখে না তার কষ্টের খবর।
খুব কষ্ট!
এ বুকের মাঝেও কষ্টের নোনাজল
জমাট বেঁধে নীলকণ্ঠ হয়ে গেছে।
কষ্টের আগুনে ভিতরটা পুড়ছে অনবরত।
ভিতরে যতই পুড়ছে
বাহিরে ততই ছড়াচ্ছে আলোকদ্যুতি ।
কেউ দেখে না, কেউ বোঝেনা,
কেউ জানে না, কেউ রাখেনা
সে কষ্টের খবর।
লেখক: জনাব নিগার সুলতানা
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com