প্রতিনিধি:
বাবা-মা'র সাথে ঘুমন্ত ছিল ২১ মাস বয়সী শিশু মেহরাব হোসেন। মাঝরাতে মা রুবি আক্তার ঘুম থেকে জেগে উঠে দেখেন তার সন্তান নেই। এ ঘটনার পর দিন বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে ভেসে ওঠে শিশু মেহরাবের লাশ।
এমন এক ঘটনা ঘটেছে কুমিল্লা দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মেহরাব হোসেনের বাবার নাম মোখলেছুর রহমান। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
জানা যায়, শনিবার (৩১ আগস্ট) দিবাগত মধ্যরাতে বাবা-মায়ের সাথে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হন শিশু মেহরাব হোসেন। নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি শিশুটির পরিবার ও বাড়ির লোকজন। ঘটনার পরদিন রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মেহরাবের বাবা মোখলেসুর রহমান। একই দিন বিকেলে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
রোববার সন্ধ্যা ৭টায় শিশু মেহেরাবের বাড়িতে গিয়ে দেখা যায়, অঝোরে বিলাপ করছেন তার মা রুবী আক্তার। একটু পরপর বলছেন, আমার মানিককরে কে মারল। আমি রাইতে বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে ঘুমাইয়া গেছিলাম। হঠাৎ ঘুম ভাইঙ্গা গেলে দেখি আমার মানিক আমার বুকে নাই। কে মারল আমার মানিকরে। আমার পোলাডারে চুরি করে নিয়ে যারা হত্যা করল আমি তাদের বিচার চাই।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুপুরে সন্তান চুরির অভিযোগ একটি অভিযোগ করেছিলেন শিশুটির বাবা মোখলেসুর রহমান। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে একদল পুলিশ পাঠিয়েছি। বিকেল ৩টায় বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com