প্রতিনিধি।।
কুমিল্লায় গরমের কারণে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যান এক শিক্ষক। এরপর তাকে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। রবিবার কুমিল্লা সরকারি কলেজে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৮ এপ্রিল) স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা ছিল। এদিন পরীক্ষার হলে ডিউটি ছিল গণিত বিভাগের শিক্ষক ওয়ালী উল্লাহ রিপনের। ডিউটি চলাকালে তিনি অস্বস্তি বোধ করেন। এক পর্যায়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। শিক্ষকরা তাকে উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে ভর্তি করেন।
শিক্ষক ওয়ালী উল্লাহ রিপন জানান, আগেরদিন আমার জ্বর ছিল। এর মধ্যে রবিবার আমার ডিউটি পড়ে। ডিউটির সময় গরমের তীব্রতা ছিল। আগেরদিনের জ্বর ও গরমের কারণে আমি অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসার পর স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নত হয়েছে।
কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ বাহাদুর হোসেন জানান, ওই শিক্ষকের অসুস্থতার বিষয়টি আমাদের আগে জানা ছিল না। রবিবার সে অসুস্থ হয়ে পড়লে দ্রুততর সময়ে হাসপাতালে ভর্তি করি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com