গর্তে প্রাইভেট কার, চালক নিহত
আমোদ প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সড়ক থেকে ছিটকে ৪০ হাত দূরের একটি গর্তে পড়েছে প্রাইভেট কার। এঘটনায় প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) বিকেলে দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের আমনগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মঞ্জুরুল হক(৩৫)। তিনি বরিশাল সদর উপজেলার বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইমরান শফিক সোহাগ বলেন, গাড়িটি প্রচণ্ড গতিতে চট্টগ্রামের দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। প্রাইভেট কারটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে আনুমানিক ৪০ হাত দূরে গিয়ে গর্তের মধ্যে পড়ে। এসময় চালক প্রাইভেট কার থেকে ছিটকে পড়ে একটা বিদ্যুতের খুটিতে গিয়ে ধাক্কা খায়। আমরা কয়েকজন দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে গেলেও ততক্ষণে সে মারা যায়।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, মহাসড়ক থেকে প্রাইভেট কারটাকে আমরা প্রায় ৪০ হাত দূরে দেখতে পাই। অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে। নিহতের মরদেহ ও প্রাইভেট কারটি থানায় আনা হয়েছে।