আমোদ ডেস্ক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে শরিফপুর গ্রামে গাছের ডালে বেল্টে ফাঁস দেয়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক শরিফপুর গ্রামের মোঃ রিপন মিয়ার ছেলে মোঃ রনি (২২)। শুক্রবার লাশটি উদ্ধার করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে একাশি গাছের মগডালে রনির লাশটি ঝুলতে দেখে। তার গলায় কোমরের বেল্ট পেঁচানো ছিলো। পরে পুলিশকে খবর দেয়া হয়। কোতয়ালী থানার পুলিশ লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
নিহত রনির বাবা রিপন মিয়া জানান, বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত রনি ঘরের বাইরে ছিলো। কে বা কারা তাকে মেরে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। তার তিন ছেলের মধ্যে রনি মেঝো। ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
কোতয়ালী থানা মডেল থানার ওসি মোঃ আনোয়ারুল হক বলেন, ময়না তদন্ত হয়েছে। রিপোর্ট আসলেই বলা যাবে কি কারণে রনির মৃত্যু হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com