গাজায় গণহত্যা বন্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল


হাসিবুল ইসলাম সজিব।।
ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, গাজায় হামলা কেন জাতিসংঘের জবাব চাই,ফিলিস্তিন হামলা কেন জাতিসংঘের জবাব চাই,‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত হয় কুমিল্লা।
মঙ্গলবার ০৮মার্চ বিকেলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর শাখা ।
প্রথমে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ হতে মিছিল বের হয় সালাউদ্দিন মোড় দিয়ে কান্দিরপাড়-পূবালী চত্বরে গিয়ে শেষ। বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং কুমিল্লা মহানগরের সভাপতি হাসান আহমেদ। এসময় মহানগর ছাত্র শিবিরের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত মাসে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি। ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছেন মরক্কোর বিক্ষোভকারীরা।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয়। এ যুদ্ধে ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১ লাখ ১৫ হাজার জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।