গানে কথা ও কবিতায় চারণকবি মুকুন্দদাস স্মরণ


প্রতিবেদক।।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কুমিল্লার আয়োজনে ‘গানে কথা ও কবিতায় চারণকবি মুকুন্দদাস’ শীর্ষক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৩মে সংগঠনের কুমিল্লা কেন্দ্রে এ আড্ডা হয়। এতে আড্ডাপতিত্ব করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অধ্যাপক রতন ভৌমিক প্রণয়।
বক্তব্য রাখেন বিএমএ, কুমিল্লার সাবেক সভাপতি ডা. মোঃ ইকবাল আনোয়ার, নাট্যশিল্পী শাহজাহান চৌধুরী, সংস্কৃতি সংসদের সভাপতি আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব, সরদার মোজাম্মেল, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, ড. উত্তম কুমার মজুমদার, অধ্যাপক গীতা সরকার, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা জসীম উদ্দিন, যাত্রীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিধান চন্দ, লোকমান ফরাজী, এডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মুকুন্দদাস যাত্রাকে প্রচলিত ধারার বাইরে এনে শাণিত করে তুলেছিলেন। ইতিহাসের ধারায় এই যাত্রা পেয়েছিল নতুন অভিধা, ‘ স্বদেশী যাত্রা ‘। এই স্বদেশী যাত্রার অন্যতম রচয়িতা, অভিনেতা ও পরিচালক তথা অধিকারী মুকুন্দদাস। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে দেশ যখন উত্তাল, সেই সময়ই মুকুন্দদাস যাত্রাকে কাজে লাগান দেশের মুক্তি আন্দোলনে। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে মুকুন্দদাসের অনুসরণে সাংস্কৃতিক আন্দোলন বেগবান করার আহবান জানান।
আড্ডায় সংগীত পরিবেশন করেন শিল্পী খিজির হায়াত খান টিপু,রত্না সাহা, হালিম আবদুল্লাহ, শান্তা সাহা,প্রলীপ সাহা,কমল দাস প্রমুখ। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী বিপ্লব সাহা ও মম।