প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৪, ১০:৪২ অপরাহ্ণ
গুচ্ছে না থাকার ইচ্ছা কুবি উপাচার্যের
প্রতিনিধি।।
দেশের ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি প্রক্রিয়া থেকে বের হয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসিতে ইতোমধ্যে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পরবর্তীতে কোন প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে ইউজিসি এখনো সুস্পষ্ট নির্দেশনা দেয়নি। সোমবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী।
এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, 'ইউজিসিতে উপাচার্যদের মিটিংয়ে গুচ্ছের বিষয়টি আমি স্পষ্টভাবে আলোচনা করেছি। দায়িত্ব গ্রহণের পরই ইউজিসিকে জানিয়েছি যে, আমরা আর গুচ্ছের মতো দীর্ঘ ভর্তি প্রক্রিয়ায় থাকতে চাই না। সামনের বছর গুচ্ছের ভর্তি প্রক্রিয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে না। তাছাড়া ইতোমধ্যে আমি এই বিষয়ে সকল ডিনদের সাথেও আলোচনা করেছি'
তিনি আরও বলেন, ' এই প্রক্রিয়ায় যে পরিমাণ সময়ক্ষেপণ হয় আমরা এখানে থাকব না। নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চাই। তবে ইউজিসির অফিসিয়াল সিদ্ধান্ত কী আসবে জানি না। কতদিন পর সিদ্ধান্ত আসবে সেটাও জানি না।'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com