আবদুল্লাহ আল মারুফ।।
কুমিল্লায় গৃহকর্মীকে (১২) মারধরের পর গরম পানি দিয়ে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেফতার তাহমিনা তুহিনের জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার বিকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস মিন্টু।
তিনি বলেন, তাহমিনা তুহিনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠায় আদালত। আজ আসামি পক্ষের আইনজীবীরা অর্ন্তবর্তীকালীন জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে। বুধবার শুনানির দিন ধার্জ করে আদালত।
মামলার বাদী ও গৃহকর্মীর মামা ইব্রাহিম খলিল বলেন, জামিন নামঞ্জুর করেছে শুনেছি। আমার ভাগনিকে তারা অমানবিক নির্যাতন করেছে। শুধু অধ্যক্ষের স্ত্রী নয় তার মেয়েও নির্যাতন করেছে। আমরা আদালতের কাছে এসবের বিচার চাই।
উল্লেখ্য- ৩ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লা নগরীর ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন পূর্ব দৌলতপুর এলাকার এস আর টি প্যালেসে গৃহকর্মীকে মারধর করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিন। এরপর গরম পানি দিয়ে শরীর ঝলসে দেন তার শরীরে। নির্যাতন সইতে না পেরে ভুক্তভোগী দোতলা থেকে লাফিয়ে আত্মরক্ষা করে। পরে পাশের ভবনের কয়েকজন তাকে উদ্ধার করে ৯৯৯-এ কল দেন। পুলিশ এসে দগ্ধ কিশোরীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়। ভুক্তভোগীর বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com