নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই: প্রেস সচিব
প্রতিনিধি।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময় হবে। আপনারা দেখবেন একটি সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট একটা নির্বাচন হবে। আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোন ধরনের কোন অনিশ্চয়তা নেই। নির্বাচন ভালো হবে নির্বাচনের জন্য যে পরিবেশ সেটি ঠিক করা হবে। লেবেল প্লেয়িং ফিল্ড থাকবে সবার জন্য। কোন ক্যান্ডিডেট বলতে পারবেন না তার প্রতি কোন অন্যায় করা হচ্ছে। নির্বাচনের পরিবেশ পাচ্ছেন না। আমরা পরিবেশ নিশ্চিত করব। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে। নির্বাচন পেছানোর কোন শঙ্কা নেই। নির্বাচন হবে খুব ভালোভাবেই হবে। শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্টে অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা জানান।
পিআর পদ্ধতির বিষয়ে তিনি বলেন, এটা জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর কথা হচ্ছে। বুঝতে হবে যে কথা কিন্তু সবাই বলছে। কেউ কিন্তু কথা থেকে বয়কট করছে না। সবাই কিন্তু ভালো পরিবেশে কোর্ডিয়ালি প্রতিদিন কথা বলছেন। অন্যান্য অনেক দেশে এই সমস্ত কথা দুই তিন চার বছর লেগে যায়। সেখানে আমাদের পার্টি গুলো যে ধরনের সিনসিয়ারিটি শো করছে যে কারণে দ্রুত অনেক বিষয়ে ঐক্যমতে পৌঁছানো হচ্ছে। আমরা দেখি আটটা বিষয়ে ইতিমধ্যেই ঐক্যমতে এসেছে। সাতটি বিষয়ে কথাবার্তা হচ্ছে। তিনটি বিষয়ে এখনো কথাবার্তা হয়নি। কিন্তু আমরা মনে করি, খুব ভালো একটা কংক্রিট রেজাল্ট আসবে। এর পরেই আমরা আশা করব জুলাই সনদে সবাই স্বাক্ষর করবে। এরপর আমরা নির্বাচনের পরিবেশ করবো।
এ সময় তিনি বলেন, দেখবেন বৃষ্টির সময় শেষ হলেই বাংলাদেশের আনাচে-কানাচে নির্বাচনের হাওয়া বইছে। আমি বলব অনেক বছর বাংলাদেশের ইয়ং ছেলেরা ভোট দিতে পারেন নাই। আমি বলব এবারের ইয়ং ছেলেরা নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহী থাকবে। গোপালগঞ্জকে ভাগ করে দেয়ার প্রশ্ন প্রেস সচিব শফিকুল আলম বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। এখানকার মানুষকে নিয়ে বৈষম্য করার কোন চিন্তা সরকারের নেই।
দি নেক্সট ওয়েভ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত টেডেক্স ইউনিভার্সিটি অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজসহ অন্যান্যরা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com