গোমতীতে জেলের জালে মিলছে ইলিশ!

 

inside post

অফিস রিপোর্টার।।

কুমিল্লার গোমতী নদীতে জেলেদের জালে ধরা পড়ে বাগদা, চিংড়ি, বোয়াল, কালি বাউশ, বাইমসহ আরো নানান প্রজাতির মাছ।

সম্প্রতি গোমতী নদীতে তাদের জালে ধরা পড়ছে রূপালী ইলিশ। ইলিশগুলো নদীর পাড় থেকেই কিনে নেন ক্রেতারা।

জোয়ার ভাটাহীন নদী গোমতী। গোমতী নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে ১৫০ কিঃমি অতিক্রম করে কুমিল্লা সদর উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সদরের গোলাবাড়ি, টিক্কারচর, কাপ্তানবাজার , জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও দাউদকান্দি হয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে।

 

জেলে আবদুর রহিম জানান, মাঝে মইধ্যে ইলিশ মাছ পাই। ইলিশ ছোডু আবার বড়ও ধরা পড়ে। কয়দিন আগে এক কেজি ওজনের একটা পাইছি। আশটে‘শ টেহা বেচ্চি।

নদীটির আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকার বাসিন্দা আবদুল জলিল বলেন, মইধ্যে মইধ্যে এক দুইডা ইলিশ পাওন যায়। জাউল্লারা জাল দিয়া বেড় দেয়। একটা দুইডা ইলিশ উডে। এডি আবার মাইনষে কিন্না লইয়া যায়।

গোমতী নদীতে ইলিশ পাওয়া বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মহিউদ্দিন মোঃ শাহাজাহান ভূঁইয়া। তিনি বলেন, গোমতী নদীটি মেঘনার সাথে মিলিত হয়েছে। ইলিশ মূলত সামুদ্রিক মাছ। তবে বছরের একটা নির্দিষ্ট সময় প্রজননের জন্য উজানের পদ্মাসহ অন্যান্য নদীতে আসে। হতে পারে পদ্মা ও মেঘনা হয়ে বিচ্ছিন্নভাবে দু‘চারটা ইলিশ গোমতীতে চলে আসছে। এটা স্বাভাবিক কোন ঘটনা নয়।

আরো পড়ুন