১৩ মামলায় ৮ লাখ টাকা জরিমানা,৭ জনকে কারাদণ্ড
প্রতিনিধি।।
গোমতী নদীর চরে মাটি কাটা রোধে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা জেলা প্রশাসন। শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা অভিযানে ১৩ টি মামলায় ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সাতজন অভিযুক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এসময় মাটি কাটা ট্রাক্টরকে ছুটাছুটি করতে দেখা যায়। আতংকে রাত কেটেছে তাদের। এই অভিযান অব্যাহত রাখার দাবি স্থানীয়দের।
এবিষয়ে জেলা প্রশাসক ( সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, গোমতী নদীর বিভিন্ন প্রান্তে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসনের ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এতে ১৩টি মামলায় আট লক্ষ টাকা অর্থ দণ্ড এবং তিনজনকে ৫ দিনের ও ২ জনকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জের বাহুবল গ্রামের জাকারিয়া, কুমিল্লা আদর্শ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রাসেল। এই দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। এদিকে আদর্শ সদর উপজেলার ভাটকেশ্বর গ্রামের আমান, কমলপুর গ্রামের বারেক, চৌয়ারা এলাকার ইউসুফকে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ডসহ পাঁচ দিন করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। এছাড়াও মনশাসন এলাকার আলী হোসেন, বুড়িচং উপজেলার দক্ষিণ শ্যামপুর এলাকার মো: কুতুবউদ্দিন, শরিফপুর এলাকার মোঃ শফিক, একই এলাকার মোঃ জনিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে কুমিল্লা দত্তপুর এলাকার শাহ আলম, নীলফামারী জেলার কাঞ্চনপাড়া গ্রামের শরীফ আহম্মেদ, মঞ্জুরুল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার আবদুর রহিম, হবিগঞ্জের পুটিজুরি গ্রামের ইসলাম উদ্দিনকে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদ- প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, আমরা সদর,বুড়িচং,দেবিদ্বারসহ কয়েকটি উপজেলার গোমতীর পাড়ে কয়েকদিন ধরে এই অভিযান পরিচালনা করছি। এটি অব্যাহত থাকবে।
উল্লেখ্য-নির্বিচারে মাটি কাটায় নদীর বাঁধ হুমকির মুখে পড়ছে। নষ্ট হচ্ছে চরের কৃষি জমি। ভাঙছে সড়ক, বাড়ছে বায়ু দূষণ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com