গোমতী নদীর চর ও বাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর চর ও বেড়িবাঁধের পাশ থেকে মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার উপজেলার খলিলপুরে নদীর বাঁধের উপর এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে খলিলপুর, আশানপুর বালিবাড়ি চর, লক্ষীপুর, বারেরাচরসহ আশেপাশের কয়েক গ্রামের কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, সমাজকর্মী শরিফুল ইসলাম, সৈয়দ তোফাজ্জল হোসেন, ফজলুল করিম, সুলতান আহামেদ সরকার, রুহুল আমিন, মুর্শেদা বেগম, জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম সাকিল, আবু মুসা প্রমুখ।
বক্তব্যে মুর্শেদা বেগম বলেন, আমার বাড়ি বেড়িবাঁধের উত্তর পাশে। গোমতী চরে আমাদের জমি আছে। এ জমিতে বছরের পর বছর ধরে মাটি কেটে নিয়ে যাচ্ছে কয়েকজন। তাদের একজন খলিলপুর গ্রামের মাদক কারবারী হেলাল আহামেদ। মাটিকাটায় আমাদের জমিও নষ্ট হচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করায় হেলাল ও তার বউ আমাকে পিটিয়েছে। আমার হাত ভেঙে গেছে।
অভিযুক্ত হেলাল আহমেদ বলেন, এবছর মাটি কাটার সুযোগ নাই। জায়গায় ঠিক করার জন্য কয়েক গাড়ি মাটি কেটেছিলাম।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, গোমীর চরে মাটি কাটার বিষয়ে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম জানান, গোমতীর চর থেকে মাটি কাটার সংবাদ পেলে আমরা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে জেল জরিমানা করছি। অভিযানের কারণে মাটি কাটা অনেক কমেছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।