প্রতিনিধি।
প্লাস্টিকের বস্তায় পাচারের সময় বিলুপ্ত প্রায় ১৬ টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার উদ্ধার করা কচ্ছপগুলো বনবিভাগের সহায়তায় কিছু গোমতী নদীতে ও পুলিশ লাইন পুকুরে অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিভাগীয় বনকর্মকর্তা মোহাম্মদ আলী।
জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া বলেন, বুধবার রাতে সংবাদ পাই কচ্ছপ পাচার হচ্ছে। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় চটের বস্তা থেকে ১৬ টি কচ্ছপ উদ্ধার করি। বাসের সুপারভাইজার জানান, ফেনী থেকে একজন লোক প্লাস্টিকের বস্তাটি তুলে দেয়। পরে এর মালিককে পাওয়া যায়নি।
কুমিল্লা বিভাগীয় বনকর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সুন্ধি কাছিম বিলুপ্ত প্রায়। বিভিন্ন কারণে পাচারকারীরা এসব কাছিম পাচার করছে। উদ্ধারকৃত কাছিম আমরা গোমতী নদী ও পুকুরে অবমুক্ত করেছি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com