প্রতিনিধি।
গোয়াল ঘরের তালা কেটে কৃষকের পাঁচ গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। আয়ের অবলম্বন গরুগুলোকে হারিয়ে আর্তনাদ করছেন কৃষক আবুল বাশার। কুমিল্লা সদর উপজেলার এক নম্বর কালিরবাজার ইউনিয়নের কামাইরবাগ গ্রামে গরু চুরির এ ঘটনা ঘটে।
কৃষক আবুল বাশার জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় তিনি তার গোয়াল ঘরে গরুগুলোকে খাবার দিয়ে আসেন। গোয়াল ঘরের দরজায় তালা দিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে যান। ভোর ৪ টায় ঘুম থেকে উঠে দেখেন উঠানে একটি বাছুর হাটাহাটি করছে। গোয়াল ঘরে গিয়ে দেখেন দরজায় তালা কাটা। গরু নেই।
রোববার দুপুরে আবুল বাশার কান্নাজড়িত কন্ঠে বলেন, তার গোয়ালে ৮ টি গরু ছিলো। চোরের দল হানা দিয়ে ৩ টা গাভী, একটা বাছুর ও একটা বলদ গরু নিয়ে যায়। বাকি তিনটার মধ্যে একটা সকালে ফিরে আসে। দুইটাকে বাড়ির পাশে পাওয়া যায়।
আবুল বাশার বলেন, গাভীগুলো দৈনিক ১০-১২ লিটার দুধ দিতো। দুধ বিক্রি করে কোন মতে তার সংসার চলতো। কান্নাজড়িত কন্ঠে আবুল বাশারের স্ত্রী বলেন, প্রতিদিন তিনি সন্তানের মত করেই গাভী ও বাছুরগুলোকে গোছল দেয়া, খাবার খাওয়ানোর কাজটি করতেন। গরু হারিয়ে তিনি আর্তনাদ করছেন।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, তিনি চুরির ঘটনা শুনেছেন। এ বিষয়ে কাজ চলমান রয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com