আগামী ২৪ এপ্রিল সুজন আয়োজিত 'রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা' শীর্ষক গোল টেবিলকে সফল করতে আজ শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সুজনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লার ছাতিপট্টিতে অনুষ্ঠিত এই প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক 'সুজন' এর কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান।
সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান টিটুর সঞ্চালনায় এতে সংগঠনের পক্ষ থেকে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শিব্বির আহমেদ, অধ্যাপক মো. হুমায়ুন কবির, সৈয়দ মো. নাছির উদ্দিন, মো. আজাদ সরকার, অ্যাডভোকেট ইসলাম ইবনে শাইখ, এইচ এম মঞ্জু, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু প্রমুখ।
সভায় আগামী ২৪ এপ্রিল বিকেল ৩ টায় জেলা শহরের মনোহরপুরে ক্যাপসিকাম হোটেল মিলনায়তনে (হিল্টন টাওয়ার) অনুষ্ঠেয় 'রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা' শীর্ষক গোল টেবিল' বৈঠকটিকে যে কোন মূল্যে সফল ও সার্থক করতে কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়।
পাশাপাশি অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করতে সুজনের কুমিল্লা জেলা, মহানগর ও প্রতিটি উপজেলার সাংগঠনিক কমিটিকে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।
এদিকে বর্তমানে কুমিল্লায় বসবাসরত দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) গৌরাঙ্গ দেবনাথ অপুকে সর্বসম্মতক্রমে সুজনের কুমিল্লা জেলা কমিটিতে 'সদস্য' পদে অন্তর্ভূক্ত করা হয়।
-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com