আল-আমিন কিবরিয়া।।
সোন্দ্রম। কুমিল্লার বুড়িচং উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম। এ গ্রামে রয়েছে কিষানিদের 'পার্টনার ফিল্ড স্কুল'। স্কুলটিতে কিষানিরা নাটক আর গানের আনন্দ পরিবেশে শিখেন পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশবান্ধব চাষাবাদ।
বিশ্ব ব্যাংকের সহায়তায় স্কুলটি পরিচালিত হয়। সপ্তাহে একদিন তিনজন প্রশিক্ষক ২৫ জন কিষানিদের পুষ্টি উন্নয়ন ও পরিবেশবান্ধব চাষাবাদ শেখান। সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। প্রশিক্ষণ চলবে ১০ সপ্তাহ।
বুধবার বেলা ১১ টা। স্কুলটিতে উৎসবের আমেজ। বিশ্ব ব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধিদের আগমনে এ উৎসব। আয়োজন করে বুড়িচং কৃষি অফিস।
দেখা গেছে, সোন্দ্রম গ্রামের একটি বাড়িতে সাজ সাজ রব। বাড়ির বাইরে কলা গাছ দিয়ে তৈরি বাহারি ফুলের গেইট। ভেতরে সামিয়ানা টানানো প্যান্ডেল। প্যান্ডেলের এক পাশে অতিথিরা অন্য পাশে কিষানিরা। অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরাও। এ সময় পুষ্টি উন্নয়ন ও পরিবেশবান্ধব চাষাবাদ নিয়ে নাটিকা ও গানের আয়োজন করা হয়। প্রদর্শন করা হয় পুষ্টিকর খাবার। এরমধ্যে ছিলো, মাশরুম, ফল, শাকসবজি, মসলা, দুগ্ধ জাতীয় খাবার। এছাড়াও সোন্দ্রম গ্রামের পার্শ্ববর্তী গ্রাম রামপুরে বিভিন্ন জাতের ধানের বীজ ও বীজ তোলা পরিদর্শন করেন তারা।
স্কুল পরিদর্শনে এসেছেন বিশ্ব ব্যাংকের সিনিয়র কৃষি অর্থনীতিবিদ ইনকামিং (টিটিএল) আমাদউ বা, সিনিয়র সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ মো. আখতারুজ্জামান, জাতিসংঘের টেকনিক্যাল এফএও রানী হালদার ও আবু আহমেদ মোকাম্মেল হক। বক্তব্যে আমাদউ বা ও অন্যরা বলেন, আমরা সত্যিই আনন্দিত। চমৎকার একটি আয়োজন করেছেন আপনারা। আমরা আশা করব পুষ্টিকর খাবারের মাধ্যমে নিজেকে গড়ে তুলবেন। নিজে উদ্যোক্তা হোন ও পরিবেশবান্ধব চাষাবাদ শিখে অন্যকে শেখান। আমরা আপনাদের এ কাজে যুক্ত হতে পেরে আনন্দিত।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পার্টনার'র প্রোগ্রাম কো অর্ডিনেটর মো. মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ, পার্টনার'র প্রোগ্রাম ডাইরেক্টর ড. গৌর গোবিন্দ দাশ, সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জামান, বুড়িচং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. আফরিণা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আতিকুর রহমান প্রমুখ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com