রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বিধবার ঘরে লুটপাটের অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলে ধরার সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
ভুক্তভোগী ওই নারী, বীর মুক্তিযোদ্ধা মৃত আতাউর রহমান দুলালের স্ত্রী নাসরিন আক্তার মঙ্গলবার (৭ অক্টোবর) কুমিল্লা নগরীর একটি অফিসে সংবাদ সম্মেলন করে বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, ঘটনার পর বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দুর্গাপুর গ্রামের নাসরিন আক্তার তার স্বামীর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ২২ শতক জমির মালিক। এর মধ্যে ১৫ শতক ভূমি তার নামে খারিজ ও খতিয়ানভুক্ত। তবে দীর্ঘদিন ধরে তার চাচা ওই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও সমাধান হয়নি। সর্বশেষ গত ৫ অক্টোবর মোকাম ইউনিয়ন পরিষদ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত সালিশে নাসরিন আক্তারের চাচা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ফলে সালিশে উপস্থিত মাতব্বররা নাসরিন আক্তারের পক্ষে রায় দেন।
এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন পরদিন ৬ অক্টোবর সকালে তার অনুপস্থিতিতে ঘরে প্রবেশ করে ৯০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার এবং জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন নাসরিন আক্তার।
তিনি বলেন, “আমি কুমিল্লা শহরে মেয়ের বাসায় ছিলাম। পরে ফোনে জানতে পারি ঘরের তালা ভাঙা। গিয়ে দেখি সব উল্টে-পাল্টে ফেলা হয়েছে।”
ভুক্তভোগী নাসরিন আক্তার অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন এই লুটপাট চালিয়েছে। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com