প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় বিএনপি নেতা রুবেলের চাঁদা দাবির প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। তবে পুলিশ বলছে চাঁদাবাজির ঘটনা ঘটেনি।
অভিযুক্ত রুবেল চকবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুর রহিম। ব্যবসায়ীদের অভিযোগ ফুটপাতে দোকান পরিচালনা নিয়ে রুবেল চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলী আশ্রাফকে গালাগাল করেন। এতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানান।
জানা যায়, চকবাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সড়কে অবরোধ করেন ব্যবসায়ীরা। তাদের দাবি রুবেল নামে এক বিএনপি নেতা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানান।
এদিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, রুবেল নামে যাকে বিএনপি নেতা বলা হচ্ছে সে কখনোই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলো না। যেহেতু সে বিএনপির রাজনীতির সাথে জড়িত না, তার বিরুদ্ধে আমরা দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। তবে ব্যবসায়ী নেতৃবৃন্দ যদি রুবেলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে গিয়ে আমাদের সহযোগিতা চায় আমরা শতভাগ প্রস্তুত রয়েছি।
বিষয়টি নিয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম জানান, চাঁদাবাজির ঘটনার বিষযটি তিনি নিশ্চিত নন। তবে রুবেল চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতিকে ফুটপাতে ব্যবসা নিয়ে তার বাসার সামনে গিয়ে গালাগাল করেন। ঘটনাটি জানাজানি হলে ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্ত রুবেলের বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর রুবেল গা ঢাকা দিয়েছে। এদিকে ঘটনার বিষয়ে জানতে চকবাজার মার্চেন্ট এসাসিয়েশনের সভাপতি আলী আশ্রাফের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com