‘শিক্ষার্থীদের হাত ধরে আসবে আবু সাঈদ, মুগ্ধের স্বপ্নের সোনার বাংলা’
সাইফুল ইসলাম সুমন ।
শীতের সকাল। কুয়াশাচ্ছন্ন দিন। দেখা মেলেনি সূর্যের। তার মাঝেও আনন্দের উষ্ণতা ছড়িয়েছে শিক্ষার্থীরা। কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের হাড়াতলী ক্যাম্পাসে তারা আয়োজন করে চড়ুইভাতির।
বৃহস্পতিবার কলেজের বালিকা শাখায় গিয়ে দেখা যায়, মাটি খুড়ে ইট দিয়ে তৈরি করা হয় চুলা। এতে পাতিল বসিয়ে চলে রান্না। ভাত, মুরগি ও ডিমসহ নানান দেশীয় খাবার। রান্না শেষে বালিশ খেলা, কবিতা, আধুনিক গান ও দেশাত্মবোধক গানসহ অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রতিযোগিতা। ছিলো কেক কাটা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী। অনুষ্ঠানের উদ্বোধন করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ সোলায়মান।
কলেজের অধ্যক্ষ মো. আবদুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের সেক্রেটারি আই.আর আশিক আহমেদ শাহীন।
কলেজের আইসিটি বিভাগের অধ্যাপক শরিফ হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, কলেজের ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসাইন ও সহকারী ইনচার্জ শরীফ মাহমুদ।
এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের হাত ধরেই আমরা আবু সাঈদ, মুগ্ধের স্বপ্নের সোনার বাংলা উপহার পাব। এজন্য তোমাদের যোগ্য হয়ে উঠতে হবে। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা মোবাইল ফোন থেকে দুরে থাকবে। কারণ মোবাইল ফোনের অপব্যবহার তোমাদের পড়াশোনায় বিঘ্ন ঘটায়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com