চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গরুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত, আহত হয়েছে ৩জন। ২৬ জুলাই রোববার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ সদরের কাছিয়াড়া গ্রামের ব্রীজের দক্ষিণ পাশে তফাদার বাড়ির সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন বাবুল খন্দকারের ছেলে জিসান খন্দকার (২৩) ও একই বাড়ির হান্নান খন্দকারের ছেলে রাছেল খন্দকার (২২)। তাদের বাড়ি উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর এলাকায়। নিহত দু’জন সম্পর্কে চাচাতো-জাঠাতো ভাই। তারা অ্যাপাচি মোটরসাইকেলে করে ফরিদগঞ্জ বাজার থেকে বাড়ির দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।
আহতরা একই গ্রামের পাশের বাড়ির সমবয়সী রাকিব পাটওয়ারী (২০), মামুন বেপারী ও তারেক বেপারী। এ তিনজন পালসার নামের মোটর সইকেলের আরোহী ছিলেন। স্থানীয় লোকজনে আহতদের উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করান।
[caption id="attachment_1164" align="aligncenter" width="1015"] বিজ্ঞাপন[/caption]
দুর্ঘটনার পরপরই পুলিশ চালকসহ ট্রাকটি রায়পুর উপজেলা থেকে আটক করেছে।
ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, চাঁদপুরের হরিণাঘাট হয়ে ফরিদগঞ্জ দিয়ে চট্টগ্রাম যাচ্ছিল গরুবাহী ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৮-৭৪৫১)। এটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিকের মোটরসাইকেলকে সাজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
[caption id="attachment_1158" align="aligncenter" width="1019"] বিজ্ঞাপন[/caption]
তিনি আরো জানান, ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে। ঘাতক ট্রাকের চালকের নাম মোঃ রুস্তম (৪২)। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি গ্রামে তার বাড়ি। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com