চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর ।।
চাঁদপুর শহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত চারজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি নেওয়া হয়েছে। শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার একটি বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মঈন নামে চারজনকে ঢাকায় প্রেরণ করা হয়। আর ইমাম হোসেন ও দিবা আক্তার চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে সেহরির রান্নার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে ঘরটিতে আগুন ধরে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হোসেন সুমন বলেন, দগ্ধ অবস্থায় এখানে ছয়জন এসেছিলেন। তবে অবস্থা আশঙ্কাজনক চারজনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com