প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৫, ১১:১৮ অপরাহ্ণ
চাঁদপুরে পানিতে ডুবে তিন শিশু মৃত্যু

চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর ।।
চাঁদপুরে পানিতে ডুবে তিন শিশু মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। পুকুরে ডুবে মৃত্যু হওয়া তিন শিশু হলো চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রামদাসদীর মাইমুনা (৩), সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার জুনায়েদ হোসেন (২)।
মাইমুনার ও জুনায়েদের পরিবার বলেন, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খোঁজ মিলছে না। পরে পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরিবারের লোকজন পারিবারিক রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিল।
মিরােজের পরিবার বলেন, সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে হাসপাতালে নেয়া হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিনজন শিশুকেই মৃত আনা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com