
চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর #
চাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা এখন প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন। ইতোমধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর ৫টি আসনেই চাঙ্গা হয়ে উঠেছে প্রচারণা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আগ থেকেই মাঠে আছেন সমানতালে। তবে এনসিপি ও গণ অধিকার পরিষদের প্রার্থীদের তেমন তোড়জোড় নেই।গণফোরাম ও রয়েছে মাঠে।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, চাঁদপুরের ৫টি আসনে যে প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে তারাই চূড়ান্ত প্রার্থী। কারণ এই প্রার্থীদেরকে নিয়ে মাঠে নেমেছে নেতাকর্মীরা। পিছনে যাওয়ার সুযোগ নেই। তাদের বিজয় নিশ্চিত করতেই আমরা শেষ পর্যন্ত কাজ করবো।
জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, জামায়াতের ৫জন প্রার্থী প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে। এরপর কেন্দ্র থেকে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। অন্য দলের সাথে সমঝোতা না হলে উনারাই চূড়ান্ত।
চাঁদপুর-১ (কচুয়া): এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন। এই আসন থেকে তিনি এর আগে ১৯৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। জামায়াতে ইসলামীর প্রার্থী ইসলামিক স্কলার মুহাদ্দিস আবু নছর আশরাফী। তিনি এই প্রথম নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি ওমর ফারুক কাসেমী। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯শ’ ৩৩জন।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ): এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন। তিনি ২০১৮ সালে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। জামায়াতে ইসলামীর প্রার্থী চিকিৎসক বীর মুক্তিযোদ্ধ আব্দুল মুবিন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমেদ সাকি। তিনি যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি। এই আসনে ভোটার সংখ্যা ৫লাখ ২২হাজার ১০৭জন। হিজড়া ভোটার দুইজন।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) : এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি ২০১৮ সালে এই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। জামায়াতে ইসলামী থেকে প্রার্থী দেয়া হয়েছে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়াকে। তিনি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মো. জয়নাল আবেদীন। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আলোচনায় আছেন সাংবাদিক মো. জাকির হোসেন। এই আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৪৩হাজার ৮০জন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. হারুনুর রশিদ। তিনি ২০০৮ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তার জন্য এই প্রথম। ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী আল্লামা মকবুল হোসাইন। তিনি সংগঠনের কেন্দ্রীয় সংখ্যালুঘু সম্পাদক। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৮শ’ ৮৯ জন।
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ): এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। তিনি এর আগে ২০০৮ সালে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখের অধিক ভোট পান। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মো. আবুল হোসাইন। তিনি শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী। তিনি সংগঠনের হাজীগঞ্জ উপজেলা সভাপতি। এই আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ২শ’ ৪৯জন। এর মধ্যে হিজড়া ভোটার ৩জন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com