চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুুর #
সম্প্রতি সময়ে চাঁদপুর শহরে কিশোর গ্যাং সদস্যদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। তাদের নিয়ন্ত্রণে মাঠে নেমেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। সন্ধ্যার পরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ৩২ জনকে আটক করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত পুলিশ বিশেষ এই অভিযান পরিচালনা করে।
সোমবার (১৪ জুলাই) সকালে এসব তথ্য জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
তিনি বলেন, কিশোর অপরাধের জড়িত সন্দেহে চাঁদপুর শহরের ছায়াবানী মোড়, মিশন রোডের মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্লাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ৩২ জন কিশোরকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়।
পরবর্তীতে তাদের যাচাই বাছাই করে প্রকৃত অভিভাবকের নিকট কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে মুচলিকা ও জিম্মা প্রদান করা হয়।
শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে সন্ধ্যার পরে বিনা প্রয়োজনে কোনো শিক্ষার্থী বাসার বাহিরে থাকতে পারবেনা বলে জানান ওসি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com