প্রতিনিধি ॥
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৫ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন ভোটারের মধ্যে ৩৯ জন তাদের ভোট প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আলম পলাশ, নির্বাচন কমিশনার হিসেবে গোলাম মোস্তফা ও মো. মাসুদ আলম দায়িত্ব পালন করেন। নির্বাচিত এই পরিষদ ২০২৫ ও ২০২৬ সালে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
গত ২০ জুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে নির্ধারিত তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দেন ২২ জন প্রার্থী। এর মধ্যে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন-সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম (চাঁদপুর কন্ঠ), সিনিয়র সহ সভাপতি এস এম সোহেল (ইলশেপাড়), সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক (চাঁদপুর দর্পণ), সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী (চাঁদপুর প্রবাহ), সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম (চাঁদপুর প্রবাহ), যুগ্ম সম্পাদক সজিব খান (ইলশেপাড়), দপ্তর সম্পাদক মানিক দাস (ইলশেপাড়), সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমাম হোসেন গাজী (চাঁদপুর খবর)।
বাকি সাত পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে। ভোটে বিজয়ীরা হলেন-সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু (চাঁদপুর খবর), কোষাধ্যক্ষ পদে শেখ আল মামুন (চাঁদপুর বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আনোয়ারুল হক (মেঘনা বার্তা), কার্যকরী সদস্য পদে এম এ লতিফ (আমাদের সময়), কেএম মাসুদ (মতলবের আলো), অভিজিত রায় (আদি বাংলা) ও মিজানুর রহমান লিটন (আলোকিত চাঁদপুর)।
উৎসব মুখর এই নির্বাচন পরিদর্শনে আসেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সিনিয়র সহসভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সহ-সভাপতি মুনাওয়ার কাননসহ সাংবাদিক নেতারা।
এদিকে নির্বাচনে সকল প্রার্থীদের উপস্থিতিতে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা কনের প্রধান নির্বাচন কমিশনার আলম পলাশ। একই সাথে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলেদেন নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণার পর আনন্দঘন মুহূর্তে সংগঠনের সদস্যরা বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com