জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে গতকাল ০৫ জুন বর্ণাঢ্য র্যালি ও জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ২০২২ সালের পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ঙহষু ঙহব ডড়ৎষফ। পরিবেশ ও প্রতিবেশ বিষয়টি বৈশি^ক এবং একটি দেশের পরিবেশের ক্ষতি উক্ত দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা পৃথিবীর ক্ষতি সাধন করে। ফলে আমাদের সকলের বসবাসের জন্য একমাত্র পৃথিবীর ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়ে। তাই এই প্রতিপাদ্য নির্ধারণের মাধ্যেমে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে টেকসই জীবন যাপনের উপর জোর দেওয়া হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন সাধনের মাধ্যেমে প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন, পরিবেশের মূল্যকে অনুধাবন এবং সেই মূল্যকে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব প্রদানের আহবান জানানো হয়েছে।
তবে এই পরিবর্তন সাধনের জন্য সমন্বিত সিদ্ধান্ত ও পদক্ষেপের প্রয়োজন। এরই অংশ হিসেবে বাংলাদেশ সরকার ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্য নির্ধারণ করে দিনটি উদযাপন করছে । সরকারের সহায়ক শক্তি হিসেবে টিআইবি জলবায়ু অর্থায়নসহ সার্বিকভাবে পরিবেশ খাতে সুশাসন নিশ্চিতে বিবিধ গবেষণা ও অধিপরামর্শমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এছাড়া, পরিবেশ খাতে সুশাসনের গুরুত্ব বিবেচনায় টিআইবি প্রতি বছরই বিশ^ পরিবেশ দিবস পালন করে। এরই ধারাবাহিকতায়, এ বছর টিআইবি ‘একটাই পৃথিবী, একটাই বাংলাদশে’ প্রতিপাদ্য হিসেবে নিয়ে দিবসটি পালন করছে। এই স্লোগানকে ধারণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লা সংহতি প্রকাশ করে উক্ত র্যালিতে অংশগহণ করে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের উদ্বোধনের মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে সকাল ০৯:৩০ মিনিটে র্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখে গিয়ে শেষ হয়। র্যালিতে সনাক কুমিল্লার ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ ও টিআইবি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সনাকের পক্ষ থেকে জেলা প্রসাশন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্র্থি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিশ^ পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে টিআইবি কর্তৃক প্রকাশিত ধারণা পত্র বিতরণ করা হয়। একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ। তাই পরিবেশ সংক্রান্ত আইন ও নীতির কার্যকর প্রয়োগই পারে প্রকৃতির সাথে ভারসাম্য রেখে জীবনযাপন এবং বাংলাদেশের টেকসই পরিবেশ উন্নয়ন নিশ্চিত করতে। আর এজন্য প্রয়োজন পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ।
---সংবাদ বিজ্ঞপ্তি
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com