প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২০, ১:১২ অপরাহ্ণ
চাই চাই চাই– মাসুদা তোফা

চাই চাই চাই
কাজের বেলায় নাই
কয়টা কাজে কয়টা চাই
বলুন দেখি ভাই
চাই চাই চাই।
খাই খাই খাই
পুরো দুনিয়াটা খেতে চাই
ঘাস খাই বাঁশ খাই
তেল নুন চিনি খাই
কোনো কিছু বাদ নাই।
নাই নাই নাই
করোনাতে ও ভয় নাই
বাইরে যেতে চাই
সবকিছু পেতে চাই
মৃত্যুরও ভয় নাই।
নাই নাই নাই
সততার দাম নাই
ভালো কাজে নাম নাই
সাহসী মানুষ নাই।
চাই চাই চাই
ভালো মানুষ চাই
সততার দাম চাই
সাহসী মানুষ চাই
দেশটার ভালো চাই
চাই চাই চাই।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com