প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ
চান্দিনায় অধ্যক্ষের মুক্তি দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা ।।
কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ অধ্যক্ষ মো. মামুন পারভেজকে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।
রবিবার (১০ নভেম্বর) চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করে তারা।এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের নিঃশর্ত মুক্তির দাবি করেন। এর আগে গত বৃহস্পতিবার সকালে কলেজ এসে শিক্ষার্থীরা অধ্যক্ষকে আটকের খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিল।
জানা যায়, গত বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে অধ্যক্ষ মো. মামুন পারভেজকে তার কুমিল্লার বাসা থেকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।পরদিন ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হওয়া একটি মামলায় মামুন পারভেজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
মানববন্ধনে চান্দিনা মহিলা কলেজ এর একাধিক শিক্ষার্থী বলেন, কোন প্রকার মামলা ছাড়াই কলেজ অধ্যক্ষকে আটক করে ডিবি পুলিশ। এর আগে আইসিটি বিভাগের সহকারি অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়াকে চান্দিনার বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠায়। মনে হচ্ছে আমাদের কলেজ নিয়ে একটি চক্র মেতে উঠেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহারের বিচারসহ অধ্যক্ষের নিঃশর্ত মুক্তি চাই।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন জানান, গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে অধ্যক্ষ আটকের ব্যাপারে কোন মামলা না হওয়ায় অধ্যক্ষের মুক্তির ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছিলাম।এখন মামলা হওয়ায় যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাবে সেই বিষয়টি আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করি।
তিনি আরও বলেন, হুট করে দপ্তরের সামনে এসে আন্দোলন করাটা দুঃখজনক। শান্তিপূর্ণ পরিবেশে মহাসড়ক,উপজেলা চত্বর এলাকা ছাড়া অন্য জায়গায় তারা আন্দোলন করতে পারে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com