প্রতিনিধি।।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। সমর্থকের ওপর হামলার খোঁজ নিতে গিয়ে এই হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু। শনিবার সন্ধ্যায় ছায়কোট এলাকায় এঘটনা ঘটে। টিটু অভিযোগ করেন, নৌকার সমর্থকরা তিনটি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
জানা গেছে, গত শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থী টিটুর সমর্থক পৌরসভার ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালায় নৌকা সমর্থকরা। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু ওই নেতার বাড়ি দেখতে যান। সন্ধ্যায় ছায়কোট এলাকায় গণসংযোগ করেন টিটু। গণসংযোগ শেষে চান্দিনা উপজেলা সদরে ফেরার পথে হামলা চালায় নৌকার সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গাড়ি বহর সন্ধ্যা সোয়া ৬টায় চান্দিনা পৌরসভার ছায়কোট মৃধা বাড়ির সামনে পৌঁছলে সড়কে ওই হামলার ঘটনা ঘটে। নৌকার স্লোগান দিয়ে নৌকার সমর্থকরা ওই ভাঙচুর চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থক আহত হন।
স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু বলেন, প্রচারণায় শুরুর পর থেকেই নৌকার প্রার্থীর লোকজন একের পর এক হামলা চালিয়ে আসছে। কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। এ আসনের সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টির জন্য তিনি ইসি ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা হামলা করেছে বিস্তারিত এখনো জানতে পারিনি।
হামলার বিষয়ে জানতে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com